DIMLA GOVT. WOMEN'S COLLEGE

Establised: 1 july 1998

Dimla, Nilphamari.

Wel Come to Our Website...

নামকরন ও ইতিহাস

নারী শিক্ষা বিস্তারের লক্ষ্য সামনে রেখে, স্থানীয় জনগন ও প্রশাসনের যৌথ উদ্যোগে, বিপুল উৎসাহ-উদ্দীপনায়, ১৯৯৮ সালের ১ লা জুলাই নীলফামারী জেলা সদর থেকে ৫০ কিলোমিটার দুরে কোলাহলমুক্ত সবুজ বৃক্ষরাজি শোভিত ডিমলা উপজেলার প্রাণ কেন্দ্রে ৭ (বিঘা) জমির উপর এক নৈসর্গিক মনোরম পরিবেশে কলেজটি প্রতিষ্টিত হয় এবং ডিমলা মহিলা মহাবিদ্যালয় নামকরন করা হয়।

অবস্থান ও পরিচিতি

ডিমলা উপজেলা সদর , ডিমলা থানার পূর্ব পার্শ্বে মেইন রোড থেকে প্রায় ২০০ মিটার দুরে অবস্থিত ।                

ভৌত অবকাঠামো

মোট ২.২৬ একর জমির উপর চারদিকে বাউন্ডারী ঘেরা ৪ (চার) তলা বিল্ডিং ৯,০০০ বর্গফুট, কক্ষ সংখ্যা ১২টি, টিনসেড বিল্ডিং ০২ (দুই) টি কক্ষ সংখ্যা ১৪টি, একটি মটর সাইকেল গ্যারেজ, ৩,২৪০ বর্গফুট নির্মাণাধীন অডিটোরিয়াম ও ২১,৭৫০ বর্গফুট এর একটি পুকুর এবং ৩,১০০ বর্গফুট (১৫ কক্ষ বিশিষ্ট) ছাত্রীনিবাস ও ৯০০ বর্গফুট ছাত্রী কমন রুম ।

বিজ্ঞানাগার

আধুনিক বৈজ্ঞানিক যন্ত্রপাতি সমৃদ্ধ একটি বিজ্ঞান ল্যাব আছে,যা ছাত্রীদের বিজ্ঞান শিক্ষায় গুরুত্ব পূর্ণ ভুমিকা পালন করছে ।

লাইব্রেরী

একাদশ,দ্বাদশ ও স্নাতক শ্রেণির বই,ধর্মীয় বই, উপন্য়াস ও গল্প, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর জীবনী বিষয়ক বই, কবিতার বই,মোট ২,৫১৯ খানা বই ও একটি পাঠ কক্ষ নিয়ে একটি লাইব্রেরী অছে । ছাত্রীদের সুবিধার্থে আধুনিক মানসম্মত আলো-তাপ নিয়ন্ত্রিত (এসি) কক্ষ এবং বঙ্গবন্ধু কর্ণার স্থাপন করা হয়েছে। ছাত্রীগণ সেখানে বই পড়াশুনা অনায়সে করতে পারে, এবং নির্ধারিত সামন্য ফি এর মাধ্যমে সদস্য হয়ে পড়াশুনার জন্য বই নিয়ে বাড়িতে যেতে পারে ও পড়তে পারে।

" বই পড়ুন ভবিষ্যৎ গড়ুন "

খেলাধুলার সামগ্রী

ছাত্রীদের খেলাধুলার বিভিন্ন প্রকার সামগ্রী রহিয়াছে । দক্ষ গেম টিচারের শিক্ষায় প্রতি বছর বিভিন্ন জাতীয় দিবস উয-যাপনে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ, জেলা, বিভাগীয় ও রাষ্টিয় পর্যায়ে দক্ষতার পরিচয় দিয়ে আসছে।